কিভাবে জিমেইল আইডি খুলবো ২০২৬: kivabe gmail account khulbo 2026 (step by step)
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় আশা করি ভাল আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাইতেছি সেটি হচ্ছে কিভাবে জিমেইল আইডি খুলবো ২০২৬ এর নতুন আপডেট তো অবশ্যই আপনারা যদি আর্টিকেলটি মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে খুব সহজেই নতুন জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয় তা জেনে নিতে পারবেন।
জিমেইল কি?
জিমেইল হলো মূলত গুগলের একটি প্রোডাক্ট এই সার্ভিসের মাধ্যমে আপনি খুব সহজে তথ্য আদান প্রদান করতে পারবেন যেমন আপনার যে কোন ডকুমেন্ট কিংবা আপনার ছবি কিংবা ভিডিও কিংবা যে কোন অফিসের তথ্য।
নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম?
এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার ফোন দিয়ে নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং জিমেইল করার জন্য কি কি প্রয়োজন হতে পারে সকল ডিটেলস নিচে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এবং যে মেইল সেটিংস সহ বিস্তারিত আলোচনা করব।
সর্বপ্রথম আপনার ফোনে যে জিমেইল অ্যাপটি রয়েছে এটি ওপেন করুন যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমি যে স্ক্রিনশট গুলো দেবো এগুলো ফলো করুন।
যদি আপনার ফোনটি একদম নতুন হয় তাহলে আপনার সেটিংস টি অন্যরকম দেখাতে পারে যেমন ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট যদি আপনার অলরেডি আরেকটা জিমেইল থেকে থাকে তাহলে উপরের দিকে আপনি প্রোফাইল আইকন দেখতে পাবেন এটির উপরে ক্লিক করবেন।
এরপর আপনি আপনার ফোনে যে জিমেইলটি রয়েছে সেটি দেখতে পাবেন এবং এটির নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাড আনাদার একাউন্ট নামের একটি অপশন এটির উপর ক্লিক করুন।
এরপর আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি গুগল নামের যে লেখাটি রয়েছে এটির উপর ক্লিক করবেন এরপর আপনার ফোনটি স্ক্যানিং করা হবে যদি আপনার ফোনে কোন লক থাকে সেই লকটি আপনাকে অবশ্যই দিতে হবে।
এখন আমি যে প্রফেস গুলো দেখাবো এগুলো একদম নতুন যারা জিমেইল একাউন্ট খুলবেন তাদের জন্য ঠিক এইরকম অপশন আসবে এগুলো থেকে ফলো করলে হবে।
এরপর আপনি ক্রিয়েট একাউন্ট দেখতে পাবেন এটির উপর আপনাকে ক্লিক করতে হবে আর অবশ্যই আপনার বুঝতে অসুবিধা হলে আমি যে স্ক্রিনশট গুলো দিচ্ছি এগুলো ফলো করুন।
নোট: আর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি পার্সোনাল ব্যবহারের জন্য মেইলটি করতেছেন নাকি বিজনেস এর জন্য এটি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে।
এরপর এখানে আপনাকে দুটি কালে বক্স দেওয়া হবে এই দুটি খালি বক্সের মধ্যে প্রথম যে খালি বক্সটি রয়েছে এটির উপর আপনার প্রথম নামের অংশটি লিখতে হবে এরপর দ্বিতীয় কালী বক্স এর উপরে আপনাকে আপনার নামের লাস্ট নেম লিখতে হবে এরপর নেক্সট বাটন রয়েছে এর উপর ক্লিক করুন।
এরপর আপনার জন্ম তারিখের তত্ত্ব দিতে হবে যেমন আপনাকে প্রথমত আপনার ভোটার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন এর মাস দিন এবং বছর দিতে হবে এরপর জেন্ডার অপশনে ক্লিক করে আপনি যদি ছেলে হয়ে থাকেন ছেলে সিলেট করবেন আর মেয়ে হয়ে থাকলে মেয়ে সিলেট করবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করুন।
এরপর আপনার জিমেইল এর জন্য একটি ইউজারনেম বাছাই করতে হবে যে নামটি এভেলেবেল হবে সেই নামটি দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন।
এরপর জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে এটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং আট সংখ্যার বেশি হয় এটি অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে আর পাসওয়ার্ড দেওয়ার সময় @# এভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জিমেইল নিরাপদ থাকবে এরপর নেক্সট বাটনে ক্লিক করুন।
এরপর পুনরায় আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে পরের অপশনে আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে এখন আপনার জিমেইল একাউন্ট সম্পূর্ণ রেডি।
এখন আমরা জানাবো জিমেইল এর অন্যান্য সেটিংস সম্পর্কে বিস্তারিত যাতে আপনার এই আর্টিকেল থেকে জিমেল সম্পর্কতেও যাবতীয় তথ্যগুলো খুব সহজে বুঝা যায় এজন্য পরের স্টেপ গুলো সুন্দরভাবে লক্ষ্য করুন।
জিমেইল কিভাবে পাঠাবো?
আপনি যদি আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে এবং মোবাইলে ইমেইল পাঠানোর নিয়ম সম্পর্কে জানতে আগ্রহ করেন অবশ্য পরের ধাপগুলো ভালো করার লক্ষ্য করুন।
- প্রথমে জিমেইল অ্যাপস ওপেন করুন কিংবা ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে জিমেইল পাঠানোর জন্য জিমেইল ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করুন।
- Compose নামের বাটন রয়েছে এর উপর ক্লিক করুন কিংবা পেন্সিল আইকন এর উপর ক্লিক করলে হবে।
- From এর জায়গায় আপনার ইমেইল থাকবে to এর জায়গায় আপনি যাকে মেইল পাঠাতে চান তার ইমেইলটি দিন কি বিষয় নিয়ে মেইল করতে চান সেই সাবজেক্ট লিখুন এরপর নিচে বিস্তারিত লিখুন।
- এরপর উপরের দিকে লক্ষ্য করুন লিঙ্ক আইকন এর পাশে আরেকটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ফোন থেকে কিংবা ল্যাপটপ থেকে mail সেন্ড করে দিতে পারবেন।
কিভাবে জিমেইল এর পাসওয়ার্ড দেখবো?
এখন আমরা দেখব আমরা যখন জিমেইল খুলে ফেলি তখন আমাদের অনেকেরই কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না তো এই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটি আমরা কোথায় কিভাবে দেখতে পারি সে সম্পর্কে জানব।
আপনার ফোনে যদি বা ল্যাপটপে যদি আপনি আপনার জিমেইল এর পাসওয়ার্ড খুঁজে বের করতে চান অবশ্যই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এরপর আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার যাবেন।
এরপর এখানে আপনি আপনার ফোনে যতগুলো একাউন্টের পাসওয়ার্ড রয়েছে সকল পাসওয়ার্ড দেখতে পাবেন।
জিমেইল পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব?
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন কোন চিন্তা করার দরকার নেই এখনই আপনি আমি যে সিস্টেমটি শেয়ার করব এভাবে করে আপনার হারিয়ে যাওয়া জিমেইল একাউন্টের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন।
প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এরপর লিখুন google একাউন্ট সবার উপরে যে লিংকটি আসবে সেটির মধ্যে প্রবেশ করুন।
Personal information এই অপশনটির মধ্যে প্রবেশ করে একদম নিচের দিকে Google password এই অপশনটির উপরে ক্লিক করুন।
এরপর আপনার একাউন্ট ভেরিফাই করার জন্য বলা হবে আপনি আপনার একাউন্টটা ভেরিফাই করে নিবেন।
এরপর আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলা হবে এখানে আপনি প্রথমে আর সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে পরের খালি বক্সের মধ্যেও আপনি সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন।
আশা করি আমি এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে জিমেইল একাউন্ট খোলার নিয়ম থেকে শুরু করে জিমেইল অ্যাকাউন্ট সেটিংসহ যাবতীয় বিষয়গুলো জানাতে পেরেছি যদি আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি নিয়মিত এই ধরনের টিপস এবং গাইডলাইন সম্পর্কে জানতে আগ্রহ করে অবশ্যই আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন